রবিবাসরীয় সন্ধ্যেতে ভারতের ক্রিকেটপ্রেমীদের চোখ ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের দিকে। আশায় ছিল এদিনই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুড়বে কোহলি ব্রিগেড। তবে সেই আশা পূরণ হয়নি। টপ অর্ডারে ব্যর্থতা ও জঘন্য ফিল্ডিং-ই হারের কারণ হয়ে দাঁড়াল ম্যাচ শেষে। এদিন যে দুজনের দিকে নজর ছিল, তাঁরা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তবে এদিন দু’জনের কেউই বড় রান পাননি। পারেননি দলকে ভরসা দিতে। তবু তার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত শর্মাকে টপকে গিয়ে রেকর্ড করেছেন বিরাট কোহালি।
কুড়ি ওভারের ফরম্যাটে এখন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক হলেন চেজমাস্টার কোহালি। রবিবার তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে চার নম্বরে ব্যাট করতে নেমে ১৭ বলে ১৯ রান করেছিলেন তিনি। অন্যদিকে, রোহিত ১৮ বলে ফেরেন ১৫ করে। ফলে, এই ফরম্যাটে রোহিতের চেয়ে এখন ১ রানে এগিয়ে গিয়েছেন কোহালি।
টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ৬৯ ইনিংসে কোহালির ব্যাটে ৫১.২৬ গড়ে এসেছে ২,৫৬৩ রান। আর ৯৫ ইনিংসে রোহিতের ব্যাটে ৩১.৬২ গড়ে এসেছে ২৫৬২ রান। তুলনায় মুম্বইকর নিয়েছেন বেশি ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে ফর্মেও নেই তিনি। হায়দরাবাদে প্রথম টি-টোয়েন্টিতে করেছিলেন ৮ রান। সেই ম্যাচে ৫০ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংসে জয় ছিনিয়ে এনেছিলেন কোহালি। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই মহারথীর কেউই নির্ভরতা দিতে পারেননি দলকে। আট উইকেটে হেরেছে ভারতও।