রবিবার গঙ্গায় সারা বাংলা ১৪ কিমি দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় মোট ৩৩ জন মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। হাটখোলা ক্লাবের ১০০ বছর পূর্তি উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা শুরু হয় দুপুর ১টায় আর শেষ হয় বাগবাজার-কুমারটুলি গঙ্গাঘাটে। শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন কলকাতা মেয়র ইন কাউন্সিল তথা বাসার সভাপতি দেবাশিস কুমার।
এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান পান রিষড়া সুইমিং সংস্থার অপূর্ব সাহা। দ্বিতীয় স্থান পেয়েছেন চন্দননগর অ্যাকোয়াটিক সেন্টার ক্লাবের এস কে সাজিদ ও তৃতীয় হন হাটখোলা ক্লাবের দেবরাজ পাত্র। মহিলা বিভাগে প্রথম স্থান পেয়েছেন বিধাননগর মিউনিসিপ্যাল সুইমিং সংস্থার মেঘমালা মুখার্জি। দ্বিতীয় স্থান পেয়েছেন পানিহাটি স্পোর্টিং ক্লাবের দ্বিপান্বিতা মন্ডল। তৃতীয় হয়েছেন ক্যালকাটা স্পোর্টস সংস্থার সৃষ্টি উপধারা। গঙ্গার দু’পারের অসংখ্য মানুষের উৎসাহে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা।