বাঁকুড়ায় ফের ভাঙন গেরুয়া শিবিরে। বিজেপির দুই নেতা-সহ ১৯ কর্মী যোগ দিলেন তৃণমূলে। ওন্দা ব্লকে বিজেপির দুই নেতার পাশাপাশি ১৯ জন বিজেপি কর্মী ওন্দার বিধায়ক অরূপ খাঁয়ের অফিসে এসে তৃণমূলে যোগ দেন। অরূপ বাবু এই ২১ জনের হাতে তৃণমূলের দলীয় পতাকা দিয়ে তাদের বরণ করে নেন।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ওন্দা ব্লক যুব মোর্চার সহসভাপতির দায়িত্বে থাকা পিনাকি দাস এবং ওন্দা ২ নং মণ্ডল সম্পাদকের দায়িত্বে থাকা বিশ্বজিৎ মাহাতো। তারা জানান, বিজেপিতে সুস্থভাবে কাজ করার কোনো পরিবেশ নেই। দলের কর্মীদের কোনো মান সম্মান নেই। আর বিজেপি মানুষের উন্নয়নের, মানুষের ভালোর স্বার্থে কাজ করে না। তাই তারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চান।
বিজেপির দুই নেতা-সহ ১৯ জন তৃণমূলে যোগ দেওয়ার পর অরূপ বাবু বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতেই তারা বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন। বিভাজনের রাজনীতিতে ভরসা নেই তাই তারা কেবল মানুষের স্বার্থে কাজ করতে চান বলে তৃণমূলে এসেছেন। আমরা তাদের স্বাগত জানাই”।