আশা ছিল অনেক। কিন্তু তা পূরণ করতে ব্যর্থ চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের হিসেব। সারা দেশ তাকিয়ে ছিল এই হিসেবের দিকে। দেশের অর্থনীতির বাজার তলানিতে ঠেকেছে। তা থেকে মুক্তির পথ খুঁজতে ব্যর্থ মোদী সরকার। সেই নিয়ে উদ্বিগ্ন আরবিআই-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। তাঁর মতে, ভারতের আবাসন, নির্মাণ, পরিকাঠামো শিল্প সমস্যার মধ্যে। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলি যারা এইসব সংস্থাকে ধার দিয়ে থাকে, তাদেরও আর্থিক অবস্থা পর্যালোচনা করা উচিত। এছাড়াও গ্রামীণ এলাকাও সমস্যার মধ্যে রয়েছে।
রঘুরাম রাজন আরও বলেছেন, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে খুবই ধীর গতিতে। পাশাপাশি বাড়ছে বেকারির সংখ্যা। সেপ্টেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি ৪.৫ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। যা ছয় বচরের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও ব্যাঙ্কগুলিতে ঋণের পরিমাণ বাড়তে থাকায়, তা আরও চাপ বাড়িয়েছে।
এপ্রসঙ্গে তাঁর উপদেশ রিজার্ভ ব্যাঙ্কের উচিত নন-ব্যাঙ্ক ফিনান্স কোম্পানিগুলির সম্পদের পরিমাণ খতিয়ে দেখা। দেশের সর্বোচ্চ ব্যাঙ্ক এইসব সংস্থার ওপর নজর রাখলেও স্যাডো ব্যাঙ্কিং সেক্টরে চলে গিয়েছে এইসব সংস্থার প্রায় ৭৫ শতাংশ মূলধন।