উন্নাওয়ের তরুণীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনীতি। বিধানসভার বাইরে যোগী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও। এরমধ্যেই উন্নাও নিয়ে দুঃখপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উন্নাওয়ের ঘটনা যে তাঁর ‘হৃদয়কে নাড়া দিয়েছে’, তা আগেও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্যাতিতার মৃত্যুর পর শনিবার সকালে একটি টুইটে মমতা লেখেন, ‘আক্ষেপ! নৃশংসতার কোনও সীমা থাকল না!’
কলকাতার মেয়ো রোডের জনসভায় বক্তব্য রাখার সময়ই দেশে নারী নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আইন ‘হাতে তুলে নেওয়াকে’ যে তিনি সমর্থন করেন না, তা বুঝিয়ে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচারে জোর দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘বাংলায় বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট খোলা হয়েছে। তার মধ্যে ৪৫টি মহিলা ফাস্ট ট্র্যাক কোর্ট।’
এই প্রসঙ্গেই উন্নাওয়ের নির্যাতিতার কথা টেনে এনে তৃণমূল নেত্রী বলেন, ‘সবাই তো জানত তাঁর কেস চলছে। সংবেদনশীল কেস। তার পরেও পুড়িয়ে মারার চেষ্টা। মেয়েটা ৯৫% পুড়ে যাওয়া অবস্থায় এক কিলোমিটার ছুটে গিয়েছে। কিন্তু, কোনও সাহায্য পায়নি। এটা আমাকে দুঃখ দেয়।’ এহেন ক্ষেত্রে ‘আইনকে আরও শক্তিশালী’ হতে হবে, তাও মনে করিয়ে দেন তিনি।