উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়ের পরেও দলের নেতা, কর্মীদের একটুও বিশ্রাম দিতে রাজি নন তৃণমূলনেত্রী। শুক্রবার মেয়ো রোডে দলের সংহতি দিবসের অনুষ্ঠানে সেটাই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন এবার এনআরসি ও ক্যাব (নাগরিকত্ব আইন) কাবিলায় আরও জোর আন্দোলনে নামতে হবে। বুথে বুথে গিয়ে বোঝাতে হবে কেন্দ্রের এই দুই উদ্যোগের পরিণতি নিয়ে।
খড়্গপুর সদরে না হলেও কালিয়াগঞ্জ এবং করিমপুর উপনির্বাচনে যে এনআরসি ইস্যু তৃণমূল কংগ্রেসের পক্ষে কাজ করেছে তা মেনে নিয়েছে বিজেপিও। তিন আসনের ফলের পরে এদিনই প্রথম কোনও জনসভায় বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি স্পষ্ট করে দিলেন যে, আগামী দিনে এনআরসি ইস্যুকেই প্রধান হাতিয়ার করবে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের সামনে বললেন, “এই রাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব আইন কার্যকর হতে দেওয়া হবে না। একজনকেও যদি তাড়ানো হয় তবে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দেবে তৃণমূল কংগ্রেস।” মমতা এদিন রীতিমতো বোঝানোর ভঙ্গিতে বলেন, এখন কেন্দ্র ক্যাব কার্যকর করতে চাইছে। এটা হয়ে গেলেই এনআরসি লাগু করবে। মমতার ভাষায়, ক্যাব মানে মুণ্ডু কেটে নেওয়া আর এনআরসি হলে গলায় কোপ।
এদিন দলীয় নেতা, কর্মীদের দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নেন মমতা যে এবার জোর আন্দোলনে সামিল হবে দল। অনেক দিন পরে তৃণমূলনেত্রীকে এদিন স্লোগান দিতে দেখা যায়। তিনি এদিন পেঁয়াজের দাম থেকে, অর্থনীতির বেহাল দশা, বেকারত্ব ইত্যাদি ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের নিন্দা করেন।