হায়দ্রাবাদ কাণ্ডে যেখানে নিগৃহীতার গায়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই ঘটনার পুনর্নির্মাণের জন্য শুক্রবার ভোররাতে অভিযুক্তদের নিয়ে যাওয়া হয়েছিল। তখনই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। এরপর শুরু হয় এনকাউন্টার। পুলিশের গুলিতেই মৃত্যু হয় চার অভিযুক্তেরই।
এনকাউন্টার নিয়ে নানা ক্ষেত্রে প্রশ্ন উঠলেও এই ঘটনায় তেলেঙ্গানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বাদ যাননি সেলিব্রিটিরাও। নির্যাতিতার পরিবার থেকে শুরু নির্ভয়ার মা, বিশিষ্ট ব্যক্তি থেকে সাধারণ মানুষ সকলেই পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।
বলিউডের ঋষি কাপুর, অনুপম খের, রঙ্গোলি চান্দেল, রণবীর শোরের মতে অনেকের পাশাপাশি মুখ খুলেছে টলিউডও। পুলিশের প্রশংসায় পঞ্চমুখ প্রসেনজিৎ এবং শতাব্দী রায়ও।
শুধু তাই নয়, এই ‘বিচারে’ স্বস্থি পেয়েছেন জনসাধারণ। সোশাল দুনিয়া থেকে সর্বত্রই শিরোনামে রয়েছে হায়দ্রাবাদের ধর্ষকদের এনকাউন্টারে মত্যুর ঘটনা। উচ্ছ্বসিত সকলেই৷ ঘটনার খবর চাউর হতেই প্রকাশ্যে আসতে শুরু করেছে একের পর এক শুভেচ্ছার ভিডিয়ো। প্রথম ভিডিয়োতে দেখা যাচ্ছে, হায়দ্রাবাদের রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মরত পুলিশ কর্মীরা। তাঁদের দেখেই একটি চলমান বাসের মধ্যে থাকা একদল ছাত্রী উচ্ছ্বাসে চেঁচিয়ে উঠে অভিনন্দন জানাচ্ছে পুলিশকে। কখনো পুলিশের উপর পুষ্পবৃষ্টি করা হচ্ছে।