বস্তাবন্দি অবস্থায় বাগবাজার ঘাট থেকে উদ্ধার হল এক তরুণীর পচা-গলা দেহ। বাগবাজার ঘাটের দিকে দেহটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। বস্তা থেকে দুটি পা বেরিয়ে থাকতে দেখে তাঁরা উত্তর বন্দর থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের হোমিসাইড শাখা।
এখনও মৃতের পরিচয় জানা যায়নি। দেহটি এতটাই পচে গিয়েছে যে তা দেখে পুলিশের অনুমান বেশ কয়েকদিন আগে খুন করা হয়েছে ওই তরুণীকে। তার বয়স ২০-৩০-এর মধ্যে বলে অনুমান করা হচ্ছে। তরুণীর পরনে রয়েছে লাল, হলুদ ও সবুজ প্রিন্টের শাড়ি। দুই হাতে দুটি ট্যাটু দেখা গিয়েছে। তাতে একটি নামও লেখা রয়েছে। সেই সূত্র ধরেই তদন্তে এগোচ্ছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।