ক্রমবর্ধমান এই দূষণ পরিবেশবিদদের পাশাপাশি ঘুম কেড়ে নিয়েছে সাধারণ মানুষের। এমত অবস্থায় পরিবেশ বান্ধব সাইকেলকে রাজপথে ফেরাতে চিন্তা ভাবনা শুরু করেছে নগর প্রশাসন। বিশ্বের উন্নত শহরগুলির আদলে কলকাতার বিভিন্ন জায়গায় সাইকেল লেন অর্থাৎ শুধুমাত্র সাইকেল চলার আলাদা পথ তৈরির উদ্যোগ নিয়েছে কে এমডিএ। শুধু তাই নয় শহরের কিছু অংশকে শুধুমাত্র সাইকেলের জন্য নির্দিষ্ট করে দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার পোশাকি নাম ‘সাইকেল জোন’।
এখন কলকাতার রাস্তায় সাইকেল এবং রিকশা চালানো নিষিদ্ধ। ফলে আলাদা সাইকেল পথ তৈরি হলে শহরবাসীরই সুবিধে হবে। নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরের দূষণ কমাতে এবং শহরবাসীকে আরও স্বাস্থ্যসচেতন করে তুলতে মুখ্যমন্ত্রীর স্বপ্নকে বাস্তব রূপ দেওয়া হবে। অন্য দেশের মতো কলকাতাতেও হবে সাইকেল বে।
অভিনব এই উদ্যোগে কলকাতা পুরসভার তরফে জানা গিয়েছে, সাইকেল পার্কিংয়ের জন্য নির্ধারিত ব্যবস্থা করা হবে। অন্যান্য পরিবহণ ব্যবস্থার সঙ্গেও যোগসূত্র গড়ে তোলা হবে সাইকেলের। এককথায় মহানগরকে নতুন করে ‘সাইকেল বান্ধব’ রূপ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যে উদ্যোগকে পরিবেশবিদদের পাশাপাশি সাইকেলপ্রেমীরাও স্বাগত জানিয়েছেন। কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় সাইকেল জোন এবং সাইকেল পথ তৈরির জন্য পরামর্শ দাতা সংস্থা নিয়োগ করা হচ্ছে। এজন্য দরপত্রও ডাকা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত সংস্থাকে ৬ মাসের মধ্যে বিস্তারিত পরিকল্পনা সরকারের কাছে জমা দিতে হবে।
ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশে পরিবেশ বান্ধব যান হিসাবে বিশেষ গুরুত্ব পেয়েছে সাইকেল। ২০১৮ সালে রাষ্ট্রসংঘ ৩ জুন তারিখটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসাবে ঘোষণা করেছে। এবার কলকাতার রাস্তায় মধুর ক্রিং ক্রিং ধ্বনি ফিরে আসার আশায় বুক বাধছেন সাইকেলপ্রেমীরা।