এটিএম জালিয়াতি নিয়ে শনিবার থেকে একের পর এক অভিযোগ আসতে শুরু করে যাদবপুর থানায়। রবিবার মোট ১৪টি এটিএম জালিয়াতির অভিযোগ জমা পড়ে। সোমবার অন্তত ১০ থানায় এসেছেন অভিযোগ জানাতে। প্রত্যেক ক্ষেত্রেই গ্রাহকরা অভিযোগ করেন, দিল্লীর এটিএম থেকে তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা। যাদবপুর থানা ছাড়াও কড়েয়া থানা এলাকাতেও এটিএম জালিয়াতির খবর মেলে। এবার এটিএম জালিয়াতির এই আঁচ লাগল বিধানসভাতেও। এই ঘটনায় দায়ী কেন্দ্র, আজ বিধানসভাতে এই কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
কেন্দ্রকে একহাত নিয়ে ফিরহাদ বলেন, “মুখ্যমন্ত্রী বারবার এটাই বলেছেন। কেন্দ্রের ব্যাপার এটা। ব্যাঙ্কে টাকা রাখলে নিয়ে নেবে।” এই কথার সূত্র ধরেই বিধানসভায় দাঁড়িয়ে ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্কে গচ্ছিত সাধারণ মানুষের টাকা লোপাট করে দিচ্ছে। তিনি বলেন, “ব্যাঙ্কের টাকা নিয়ে চিটিংবাজি চলতে পারে না। মুখ্যমন্ত্রী এইজন্য বলেছিলেন, আধার আর মোবাইল লিঙ্ক করব না। কেন্দ্র কাউকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। বাড়িতে টাকা রাখলে নোট বন্দি, আর ব্যাঙ্কে টাকা রাখলে চিটিংবাজরা নিয়ে নিচ্ছে।”
জালিয়ারতির খবর সামনে আসতেই নড়চড়ে বসে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই যাদবপুর থানা থেকে তদন্তভার হাতে নিয়েছে লালবাজার গোয়েন্দা বিভাগ। এটিএম কাণ্ডের তদন্তে একটি বিশেষ টিমও গঠন করেছে কলকাতা পুলিশ। ব্যাঙ্ক ফ্রড ও সাইবার শাখার অফিসারদের নিয়ে গঠন করা হয়েছে টিম। সাহায্য নেওয়া হচ্ছে ফরেন্সিক বিশেষজ্ঞদেরও। লালবাজার সূত্রে খবর, তদন্তের স্বার্থে ইতিমধ্যে কলকাতা পুলিশের একটি দল দিল্লী গিয়েছে।