মঙ্গলবার সকাল ন’টা নাগাদ আপ বর্ধমান লোকালের ধাক্কায় দমদম স্টেশনের আগে সিসিআর ব্রিজের কাছে কাটা পড়লেন দাদু-নাতনি। ঘটনার জেরে বেলঘরিয়া-দমদমের মাঝে ট্রেন অবরোধ হয়। যার জেরে দীর্ঘক্ষণ শিয়ালদহের মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে চূড়ান্ত ভোগান্তির শিকার হন শিয়ালদহ মেন লাইনের নিত্যযাত্রীরা। অবরোধের প্রতিবাদ করায় ট্রেনের যাত্রীদের উপর চড়াও হয় অবরোধকারীরা। তাঁদের মারধোর করারও অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত আজও ডাক্তার বাগানের বাড়ি থেকে দাদু রজত ধরের হাত স্কুলের পথে রওনা দিয়েছিল প্রথম শ্রেণির ছাত্রী জুঁই ধর। বরানগর তীর্থ ভারতী স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল জুঁই। স্কুল যাওয়ার পথে ট্রেন লাইন পার হওয়ার গিয়ে দমদম স্টেশনের আগে সিসিআর ব্রিজের কাছেই বর্ধমান লোকালে কাটা পড়েন তাঁরা। মর্মান্তিক এই জোড়া মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক ট্রেনটি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। রেল লাইনে দেহ ফেলেই চলে বিক্ষোভ।
তাঁদের অভিযোগ, সিসিআর ব্রিজের কাছে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই এলাকায় ট্রেন লাইনের দু’পাশেই রয়েছে ঘনবসতি। প্রয়োজনে প্রায়শই স্থানীয় বাসিন্দাদের লাইন পেরিয়ে অপরদিকে যেতে হয়। অথচ সেখানে লাইন পার করার জন্য কোনও ওভারব্রিজ নেই।বারবার দাবি জানিয়েও কোনও লাভ হয়নি। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, ট্রেন চালকরাও এই এলাকা পার করার সময় হর্ন বাজায় না। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনার শিকার হন সাধারণ যাত্রীরা।ওই এলাকায় কোনও লেবেল ক্রসিং নেই বলেও জানা গিয়েছে। এদিন বিক্ষোভকারীরা জানান, রেল কর্তৃপক্ষ ফুটব্রিজ তৈরির আশ্বাস না দিলে অবরোধ চলবে।