কলকাতায় ফের আতঙ্ক ছড়াল এটিএম জালিয়াতির। যাদবপুরে বহু গ্রাহকের অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে টাকা। গত ৪৮ ঘণ্টায় একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে যাদবপুর থানায়। রবিবার মোট ১৪টি এটিএম জালিয়াতির অভিযোগ জমা পড়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে দিল্লীর এটিএম থেকে তুলে নেওয়া হচ্ছে হাজার হাজার টাকা।
প্রতারিত এক গ্রাহক বলেন, রবিবার তার মোবাইলে দুটি এসএমএস আসে। সেখানে লেখা হয় দিল্লী একটি এটিএম থেকে দুবার ১০ হাজার টাকা করে তুলে নেওয়া হয়েছে। ওই এসএমএস পাওয়ার পরই ব্যাঙ্কের হেল্পলাইনে ফোন করেন তিনি। তাঁকে বলা হয় অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরও কলকাতায় এটিএম জালিয়াতির একাধিক ঘটনা ঘটেছিল। তদন্তে করে দেখা যায় বিভিন্ন এটিএমে স্কিমার মেশিন বসিয়ে জালিয়াতি করা হয়েছে। এবার যাদবপুরের ওইসব প্রতারিত গ্রাহকরা কারও সঙ্গে এটিএম পিন বা অন্য কোনও তথ্য আদানপ্রদান করেননি। তার পরেও গায়েব হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা।
তদন্তে নেমে পুলিশ এখনও অন্ধকারে। দিল্লী থেকেই কীভাবে তুলে নেওয়া হচ্ছে বিপুল টাকা। যাদবপুরে জালিয়াতির তদন্তে নেমে এলাকার প্রায় সব এটিএম পরীক্ষা করে দেখা হয়েছে। খুঁটিয়ে দেখা হয়েছে ওইসব এটিএমে কোনও ডিভিইস বসানো হয়েছে কিনা।