এই ‘আচ্ছে দিনে’ এমনিতেই পেঁয়াজ-সহ অন্যান্য সবজি, মাছ, ডিমের ঊর্ধ্বমুখী দামের জেরে মাথায় হাত পড়ে গিয়েছে মধ্যবিত্তের। হেঁশেলে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে গোদের ওপর বিষফোঁড়ার মতোই একলাফে ১৯ টাকা ৫০ পয়সা দাম বাড়ল রান্নার গ্যাসের। গত মাসেই রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়ে ছিল ৭০৬ টাকা। কিন্তু ডিসেম্বরের শুরু থেকে ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডার কিনতে গেলে দিতে হবে ৭২৫ টাকা ৫০ পয়সা। এ নিয়ে গত ৪ মাসে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১২৪ টাকা।
শুধু কলকাতাই নয়। রান্নার গ্যাসের দাম বেড়েছে অন্য তিন মেট্রো শহরেও। নভেম্বরের শুরুতে দিল্লীতে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৬৮১.৫০ টাকা। এবার ১৩ টাকা ৫০ পয়সা বেড়ে হয়েছে ৬৯৫ টাকা। মুম্বইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৬৫১ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬৫ টাকা। মূল্যবৃদ্ধি হয়েছে ১৪ টাকা। আর গত মাসের শুরুতে চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ছিল ৬৯৬ টাকা। এবার ১৮ টাকা বেড়ে দাম হয়েছে ৭১৪ টাকা। এছাড়া বেড়েছে বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহারযোগ্য গ্যাস সিলিন্ডারের দামও। সাড়ে ১৭ টাকা বেড়ে তার দাম হয়েছে ১২৭৫ টাকা ৫০ পয়সা।