কলকাতা: বইয়ের গন্ধে, আড্ডায় ও সাহিত্যচর্চায় আবারও মুখর কলকাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা।(Kolkata International Book Fair) বিধাননগরের সেন্ট্রাল পার্কে আয়োজিত এই ঐতিহ্যবাহী মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
এ বছর কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে দেশ-বিদেশের বহু নামী প্রকাশনা সংস্থা। বাংলা ও ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু এবং অন্যান্য ভাষার বইয়েরও বড় সংগ্রহ রয়েছে মেলায়। উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ থেকে শুরু করে শিশু সাহিত্য সব ধরনের পাঠকের জন্যই রয়েছে পছন্দের বই।
বইমেলার(Kolkata International Book Fair) বড় আকর্ষণ নতুন বইয়ের প্রকাশ অনুষ্ঠান। প্রতিদিন একাধিক লেখকের নতুন বই প্রকাশিত হচ্ছে মেলার বিভিন্ন মঞ্চে। পাশাপাশি সাহিত্য আলোচনা সভা, কবিতা পাঠ, স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি দিনই হয়ে উঠছে বিশেষ। লেখকদের সঙ্গে পাঠকদের সরাসরি সাক্ষাৎ ও অটোগ্রাফ সেশনে উপচে পড়ছে ভিড়।
শিশুদের কথা মাথায় রেখে আলাদা শিশু কর্নারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিশুদের জন্য গল্পের বই, রঙিন বই এবং নানা সৃজনশীল কার্যক্রমের আয়োজন রয়েছে। বইমেলাকে কেন্দ্র করে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিস্তৃত নিরাপত্তা ও পরিকাঠামোগত ব্যবস্থা।
মেলাপ্রাঙ্গণ জুড়ে রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক। সিসিটিভি নজরদারি, মেডিক্যাল ক্যাম্প, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং পানীয় জলের পর্যাপ্ত সুবিধাও রাখা হয়েছে। দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ যান নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকর করা হয়েছে।
এ বছর পরিবেশবান্ধব বইমেলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্লাস্টিক বর্জনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত সাফাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকদের মতে, সবুজ ও পরিচ্ছন্ন বইমেলা গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।




