কুলপি: এসআইআর শুনানিতে(SIR Hearing) ডাকা হয় ৪ পুত্রকেই৷ কিন্তু কেন ডাকা হয়েছে তা স্পষ্ট বোঝা যায়নি এবং ঠিক কী কাগজপত্র দেখাতে হবে তা নিয়েও দ্বন্দ্বে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার কুলপির খালেদা বিবি। এই চিন্তায় রীতিমতো জর্জরিত হয়ে অবশেষে মৃত্যুর পথে খালেদা বিবি৷ বৃহস্পতিবার তাঁর মৃত্যুর পরেই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, এসআইআর নোটিস নিয়ে মানসিক চাপ থেকেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।
কুলপির করঞ্জলী এলাকার বাসিন্দা খালেদার চার সন্তান। কয়েকিদিন আগেই এসআইআরের শুনানি(SIR Hearing) নোটিস আসে তাঁদের নামে। সেই নোটিস হাতে পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েন। কী কাগজপত্র দেখাতে হবে তা নিয়ে চিন্তা বাড়ে। এরপরেই অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর৷ পরিবারের দাবি, মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েন খালেদা।
এরপরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের সদস্যেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ কী, তা জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। খালেদার মৃত্যুর খবর পেয়ে তাঁর বাড়ি যান কুলপি ব্লক তৃণমূল সভাপতি সুপ্রিয় হালদার। তাঁর অভিযোগ, এই মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন এবং বিজেপি।
সুপ্রিয় হালদারের কথায়, ‘‘মর্মান্তিক ঘটনা। একাধিক বার শুনানিতে ডাকলে আতঙ্ক তো ছড়াবেই। স্বাভাবিক ভাবেই মনে প্রশ্ন জাগে, কেন আমাকে বার বার ডাকা হচ্ছে? সাধারণ মানুষের কাছে তো সব কিছু নিয়ে ধারণা স্পষ্ট নয়। নির্বাচন কমিশনার মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। আমরা চেষ্টা করছি যথাসাধ্য বোঝানোর। বিজেপির দালালি করছে কমিশনার।’’




