কলকাতা: ফের মেট্রো নিয়ে হয়রানির শিকার যাত্রীরা। যান্ত্রিক গোলযোগের জেরে মেট্রো শুরু হওয়ার কয়েকঘণ্টার মধ্যেই ব্যাহত পরিষেবা।(Metro Service) চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে আংশিকভাবে পরিষেবা মিলছিল বলে জানা যায়।
বৃহস্পতিবার সকালে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবীন্দ্র সদন মেট্রো গোলমালের জন্য পরিষেবা(Metro Service) ব্যাহত হয়েছে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান ও শহিদ ক্ষুদিরাম থেকে উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সাতসকালে এই গণ্ডগোলের জন্য ভোগান্তি যাত্রীদের। সকালে স্কুল পড়ুয়া ও অফিস যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়ে।
তবে এই প্রথম নয়, দীর্ঘদিন ধরেই মেট্রোর এই ভোগান্তি শুরু হয়েছে। বিশেষ করে ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত লাইনে বারবার সমস্যা দেখা দিচ্ছে। যদিও এখন কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রোই যায় না।
এর আগে ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে সাতটা থেকে বন্ধ হয়ে যায় ব্লু লাইনের একটা বড় অংশের পরিষেবা। মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে ময়দান পর্যন্ত পরিষেবা একেবারে বন্ধ ছিল। সেদিনও ব্যস্ত সময়ে মেট্রো না পেয়ে চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।




