কলকাতা: আগামী শনিবার ২৪ তারিখ বিকেল ৪টেয় তৃণমূল কংগ্রেসের লক্ষাধিক নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক(Virtual Meeting) করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে বৃহস্পতিবার বৈঠকের কথা জানা গেলেও, পরে দলীয় সূত্রে সময় পরিবর্তনের খবর মিলেছে।
এই মেগা ভার্চুয়াল বৈঠকে(Virtual Meeting) উপস্থিত থাকবেন দলের বিধায়ক, সাংসদ, বিএলএ-২, মুখপাত্র-সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। বিধানসভা নির্বাচনের আগে লাগাতার রাজপথে থাকার ঘোষণা অনুযায়ী, প্রতিদিনই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কর্মসূচি চালাচ্ছেন অভিষেক।
সোমবার লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তৃণমূলের উত্থাপিত অন্যান্য দাবিগুলিও শীর্ষ আদালতের নির্দেশে স্বীকৃতি পেয়েছে। এই আবহেই বারাসাতের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়ে তৃণমূল সভাপতি বলেন, “আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব।”



