কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দফতরের ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘বাংলার শিক্ষা ৩.০’ সম্প্রতি জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে। এই স্বীকৃতি এসেছে ষষ্ঠ ডিজিটাল ট্রান্সফরমেশন সামিট ও অ্যাওয়ার্ডস-এর মাধ্যমে, যা আয়োজিত হয়েছিল গর্ভারনেন্স নাও-এর পক্ষ থেকে। পোর্টালটি ই-লার্নিং, অনলাইন মূল্যায়ন এবং ডিজিটাল শিক্ষা(Digital Education) প্ল্যাটফর্মের উৎকর্ষ প্রদর্শনের জন্য এই সম্মান অর্জন করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে এই খুশির খবর শেয়ার করে বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের নতুনভাবে সাজানো পোর্টাল বাংলার শিক্ষা ৩.০ এই জাতীয় স্বীকৃতি অর্জন করেছে।”
বাংলার শিক্ষা ৩.০-এর মূল লক্ষ্য শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক ডিজিটাল শিক্ষা(Digital Education) প্রদান করা। কোভিড পরবর্তী সময়ে অনলাইন শিক্ষা প্রসারে এই প্ল্যাটফর্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা এখন ঘরে বসে ক্লাস অনুযায়ী ই-লার্নিং মডিউল, ভিডিও লেসন, অনলাইন পরীক্ষা ও মূল্যায়ন, এবং শিক্ষকের সহায়তামূলক কন্টেন্ট ব্যবহার করতে পারছে।
শিক্ষকদের জন্য রয়েছে ডিজিটাল প্রশিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতি উন্নয়নের সরঞ্জাম। অভিভাবকরা সন্তানের শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছে। এর ফলে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের মধ্যে ডিজিটাল শিক্ষার এক নতুন পরিবেশ তৈরি হয়েছে।
রাজ্য সরকার সবসময় শিক্ষার প্রযুক্তিনির্ভর উন্নয়নে বিশ্বাসী। তাই বাংলার শিক্ষা ৩.০-কে নতুন রূপে সাজানো হয়েছে। শিক্ষার্থীরা যেকোনো সময় ও স্থানে পাঠ গ্রহণ করতে সক্ষম। এটি শুধু একটি শিক্ষা পোর্টাল নয়, বরং শিক্ষার এক পূর্ণাঙ্গ ডিজিটাল অভিজ্ঞতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “শিক্ষা সমাজের ভিত্তি। প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার মান বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” বাংলার শিক্ষা ৩.০-এর এই জাতীয় স্বীকৃতি রাজ্যের শিক্ষার আধুনিকীকরণকে আরও শক্তিশালী করেছে।




