বারুইপুর: ২০২৪ সালে বিগ্রেড মঞ্চে র্যাম্পে হেঁটেছিলেন লোকসভা ভোটের তৃণমূল প্রার্থীরা। এবার সেই র্যাম্প দেখা গিয়েছে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) বারুইপুরের সভাতেও। সেই র্যাম্প কেন তৈরি করা হল, তা নিয়ে কৌতুহল ছিল সকলের মনেই। সকলের কৌতুহল ভেঙে নিজেই কারণ জানালেন অভিষেক। শুধু তাই নয়, ব়্যাম্পে ‘ভূত’ হাঁটালেন তৃণমূলের ‘সেনাপতি’।
বক্তৃতা দিতে গিয়ে বারুইপুরের সভামঞ্চ থেকে তিনজনকে হাজির করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) তাঁদের দু’জন পুরুষ। এক জনের নাম মনিরুল মোল্লা। অন্যজনের নাম হরেকৃষ্ণ গিরি। তৃতীয় জন এক মহিলা। তাঁর নাম মায়া দাস। কিন্তু হঠাৎ তাঁদের ডাকার কারণ কী! তার ব্যাখ্যা দিয়েই অভিষেক অভিযোগ তুলে জানান, এই তিন জনকে এসআইআর প্রক্রিয়ায় মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বলেন, “এই যে তিন জনকে দেখছেন, তাঁদের এই দু’জন (সভামঞ্চে হাজির হওয়া দুই পুরুষকে দেখিয়ে) মেটিয়াবুরুজের বাসিন্দা। আর ইনি (মহিলাকে দেখিয়ে) কাকদ্বীপের। নির্বাচন কমিশন এঁদের মৃত ঘোষণা করেছে। শুধু এঁরাই নয়, এঁদের মতো আরও ২৪ জন রয়েছেন দক্ষিণ ২৪ পরগনায়, যাঁদের মৃত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।” এসআইআর-এ ‘মৃত’ ঘোষিত ব্যক্তিদের সশরীরে হাজির করে বারুইপুরের মঞ্চ থেকেই নির্বাচন কমিশনকে একহাত নিলেন অভিষেক।




