বাঁকুড়া: মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা এলাকায় জনসভায় হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়ায় বক্তৃতা দিতে গিয়ে বাঁকুড়ায় উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মমতা। ‘উন্নয়নের পাঁচালি’ গ্রামে গ্রামে ঘুরে প্রচারের কথা বললেন তিনি। এই মঞ্চ থেকেই একেবারে নাম না করে অমিত শাহকে দুর্যোধন, দুঃশাসন বলে তোপ দাগলেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন,” ভোট এলেই দুর্যোধন, দুঃশাসনরা আসেন।” শুধু তাই নয়, অনুপ্রবেশ ইস্যুতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ প্রশাসনিক প্রধানের। তাঁর তোপ, ”বাংলাতেই শুধু অনুপ্রবেশ হচ্ছে? কাশ্মীরে হচ্ছে না। তাহলে পহেলগাঁও হামলা কে করল? দিল্লি বিস্ফোরণ কে করল? আপনারা করলেন?”
মঙ্গলবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে শাহ বলেছিলেন, “বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে, তা শুধু বাংলার বিষয় নয়। পুরো দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। এমন মজবুত সরকার এখানে আনুন, যারা এখানে অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করে দেবে।” তার কিছু ক্ষণ পরেই শাহকে অনুপ্রবেশ নিয়ে পাল্টা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। বড়জোড়ার সভা থেকে তিনি বলেন, “শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়? কাশ্মীরে হয় না?” তার পরেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “পহেলগাঁওয়ে কী ঘটল, পহেলগাঁও কি আপনারা করেছিলেন?”
এখানেই থেমে যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সফররত শাহকে নিশানা করে তিনি বলেন, “আমরা চাইলে আপনাকে এক পা-ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।” পাশাপাশি সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফ-কে রাজ্য জমি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপিকে তোপ দাগলেন তিনি। বললেন, “আমি জমি না দিলে রেল, কয়লা প্রকল্প হল কী করে?”
উল্লেখ্য, বঙ্গ বিধানসভা নির্বাচনের কয়েকটা মাস বাকি। তার আগেই ফের বাংলায় অমিত শাহ। রাজ্যে এসে ফের ‘সোনার বাংলা’ গড়ার কথা বলেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে কারও নাম না করেই মুখ্যমন্ত্রীর কটাক্ষ, “ভোট এলেই সোনার বাংলা গড়ার কথা বলে। সোনার বাংলা নয়, ধ্বংসের বাংলা গড়বে তোমরা।” এই মর্মে বিভিন্ন বিজেপিশাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বসে পরিযায়ী শ্রমিকদের উপর ‘অত্যাচারের’ প্রসঙ্গও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।




