কলকাতা : মঙ্গলবার প্রয়াত হয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এদিন সকাল ৬টা নাগাদ (বাংলাদেশের সময় অনুযায়ী) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওপার বাংলার নেত্রী খালেদা জিয়ার।
এক্স হ্যান্ডলে শোক প্রকাশ করে মমতা লেখেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।”
প্রসঙ্গত, বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী তথা প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা। ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা শেষ জীবনে তাঁকে জর্জরিত করে ফেলেছিল। লন্ডনে গিয়ে মাস ছয়েক চিকিৎসা করার পরও শরীর তেমন সুস্থ হয়নি। গত ২৩ নভেম্বর ঢাকার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সোমবার রাতেও মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন খালেদা-পুত্র তারেক। মঙ্গলবার সকালে চিকিৎসকরা তাঁর মৃত্যুসংবাদ দেন।




