পুরুলিয়া: এসআইআর শুনানিতে সময়মতো পৌঁছতে পারবেন তো এই চিন্তায় ছিলেন দুর্জন। শুনানির চিঠি পাওয়ার পর থেকেই হতাশা গ্রাস করেছিল পুরুলিয়ার ৮২ বছরের বৃদ্ধ দুর্জন মাঝিকে। সোমবার, শুনানির দিনে ব্লক অফিসে যাওয়ার আগে টোটো খুঁজতে বেরিয়ে আর ফেরেননি তিনি। ঘণ্টা তিনেক পর বাড়ির অদূরে রেললাইন থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনার পরেই এবার মঙ্গলবার সরাসরি নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে পুলিশের কাছে দায়ের করা হল অভিযোগ।
এসআইআর শুনানিতে সময়ে পৌঁছানোর চিন্তায় প্রাণ হারান দুর্জন মাঝি। এই ঘটনায়, মুখ্য নির্বাচন কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে মৃত দুর্জন মাঝির পরিবার। সোমবার এই ঘটনার খবর পেয়েই দুর্জনের বাড়িতে যান কিরীটি আচার্য, ব্লক তৃণমূল সভাপতি মনোজ সাহা, জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়রা। তাঁরা দাবি করেন, হয়রানির উদ্দেশেই ডাকা হয় দুর্জনকে। এনিয়ে থানায় সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলে সোমবারই জানিয়েছিলেন তাঁরা।
জানা যায়, হতদরিদ্র পরিবার দুর্জন মাঝির। বয়স ৮২ হলেও এখনও বেশ শক্তপোক্ত ছিলেন বৃদ্ধ। এসআইআর শুরুর পর আর পাঁচজনের মতোই তিনিও এনুমারেশন ফর্ম ফিলআপ করেছিলেন। ২০০২ সালের ভোটার তালিকায় নামও ছিল। তা সত্ত্বেও ২৫ ডিসেম্বর শুনানির নোটিস আসে তাঁর কাছে। এই শুনানির আতঙ্কেই তাঁর মৃত্যু বলে দাবি পরিবারের।
এদিকে, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসআইআর-এর শুনানি চলা বেশ কয়েকটি বুথ পরিদর্শন করবেন তিনি। এই অবস্থায়, মঙ্গলবার মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।




