কলকাতা: দক্ষিণবঙ্গে ডিসেম্বরেই শীতের দাপট। জবুথবু অবস্থা পশ্চিমের জেলার বাসিন্দাদের। কলকাতাতেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে বড়দিনে ফের পরিবর্তন হবে আবহাওয়ার। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বড়দিনে আরও ৩ডিগ্রি কমবে তাপমাত্রা। পশ্চিমের জেলায় তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রির নিচে।(Weather Report)
কলকাতা শহর সেজে উঠবে আলোর সাজে। ডিসেম্বর মানেই উৎসবের আমেজ। শীতপ্রেমীদের প্রশ্ন একটাই, শীতের আমেজ বজায় থাকবে তো? এবার সেই প্রশ্নেরই জবাব দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, বড়দিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি নামতে শহর কলকাতার তাপমাত্রা। অর্থাৎ পারদ পৌঁছতে পারে ১৩ ডিগ্রিতে। জেলার তাপমাত্রাও কমবে। পশ্চিমের জেলাগুলোতে পারদ ওঠানামা করবে ৯ ডিগ্রির আশেপাশে। ফলে বছর শেষে হাড়কাঁপানো শীতে জবুথবু দশা হবে রাজ্যবাসীর।(Weather Report)
আবার, উত্তরে পার্বত্য এলাকার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা। ফলে গাড়ি চলাচলে প্রবল সমস্যা হচ্ছে। ভোগান্তির শিকার পর্যটকরা। আগামী কয়েকদিনে আরও নামবে পারদ। আগামী কয়েকদিনের রাজ্যের কোথাওই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।




