কলকাতা: শিল্পের উন্নয়নকে উচ্চতার শিখরে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার। বাংলার ব্যবসায়ীদেরও পাশে রয়েছে রাজ্য সরকার। সেই খতিয়ানই এবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যের শিল্পোন্নয়নের কথা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা। কেন্দ্রীয় সরকার ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী।
এবার রাজ্যে শিল্পের বিকাশকে বাধা দিতে কেন্দ্র ব্যবসায়ীদের ‘টার্গেট’ করেছেন বলেই অভিযোগ তাঁর। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ মমতার। মমতা(Mamata Banerjee) এদিন বলেন, “ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। সারাক্ষণ এজেন্সির ভয় দেখালে ব্যবসা করবে কী করে?”
মমতা আরও বলেন, “বাংলায় শিল্প সম্ভাবনা নেই বলে অপপ্রচার করছে। রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাংলা একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। বাংলা যা পারে, আর কেউ তা করতে পারে না।”
প্রসঙ্গত, শিল্পবান্ধব বাংলা বানানোর লক্ষ্যে সিদ্ধহস্ত রাজ্য সরকার। শিল্প এবং কর্মসংস্থানে তাই দেওয়া হয়েছে বিশেষ জোর। শিল্প টানতে তাই প্রতি বছর কলকাতায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে। বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লগ্নি এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাতেও বিরোধীদের কটাক্ষ থামছে না। এবার কুৎসার জবাব দিয়ে এদিনের মঞ্চ থেকে রাজ্যের শিল্প-সাফল্যের খতিয়ানও তুলে ধরেন তিনি।




