নদিয়া: রাস্তা নির্মানের মেগা প্রকল্পের সূচনা করতে নদিয়ায় হাজির হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) সেখানে জনসভায় যোগ দিয়ে ফের কেন্দ্রকে নিশানা করে একাধিক ইস্যুতে প্রতিবাদের সুর চড়া করলেন মমতা। দিনের পর দিন ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে এবার অমিত শাহকে একহাত নিয়ে অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কৃষ্ণনগরে মমতার সভা ছিল। ওই সভা থেকেই ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর হেনস্থার অভিযোগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) অমিত শাহের অঙ্গুলিহেলনেই রোহিঙ্গা-বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ওপারে পুশব্যাক করা হচ্ছে! এমনই অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্রমন্ত্রীর দু’চোখ ভয়ংকর বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশিই সীমান্তে বিএসএফের ধারেকাছে না যেতেও অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বাংলা থেকে কাউকে তাড়ালে কী করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি। বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না।” এর পরেই শাহের উদ্দেশে বলেন, আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। উনি ভয়ঙ্কর। এমন কোনও কাজ নেই, উনি পারেন না। ওঁর দু-চোখ দেখলেই বোঝা যায় ভয়াবহ। এক চোখে দুর্যোধন ও অপর চোখে দুঃশাসন।”
পাশাপাশি তিনি আরও বলেন, মমতা জানান, এসআইআর নিয়ে বিজেপি সবরকম চেষ্টা করছে। কিন্তু কোনও ফল হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “বিহার পারেনি, বাংলা পারবে।”
জনসভা থেকে মমতা জানান, ‘এত খিদে, ভোটের আগে SIR-এর নামে কী করছে। আধার কার্ড চলবে? নো স্যর। বিজেপির তাঁবেদারিতে চলবে? ইয়েস স্যর। চৈতন্যদেবকে মানে না, সংবিধান রচয়িতা আম্বেদকরকে মানে না। স্বামী বিবেকানন্দকে মানে না, রামকৃষ্ণদেবকে মানে না। বঙ্কিমচন্দ্রকে বলছে বঙ্কিমদা, যেন একসঙ্গে চা খাচ্ছে। মাস্টারদা সূর্যসেনকে বলছে মাস্টার সূর্যসেন। রাজ্যসভায় বলছে বন্দে মাতরম বলা যাবে না। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আমি বলি পশ্চিমবঙ্গকে চেনো?’




