প্রতিবেদন : দুরন্ত প্রত্যাবর্তন ঘটাল ভারতের জুনিয়র হকি দল। জুনিয়র বিশ্বকাপের(Junior Hockey World Cup) ব্রোঞ্জজয়ের ম্যাচে আর্জেন্টিনার হারিয়ে পদক জিতল তারা। ৪৫ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ২-০। বিরতির পরে মাত্র ১৫ মিনিটের মধ্যে চার গোল দিয়ে অনবদ্য কামব্যাক ঘটাল ভারতের ছেলেরা। স্বাভাবিকভাবেই খুশি কোচ পিআর শ্রীজেশ।
এদিন ম্যাচের তৃতীয় কোয়ার্টার অর্থাৎ ৪৫ মিনিট পর্যন্ত ০-২ পিছিয়ে ছিল ভারত। কিন্তু হারের মুখে দাঁড়িয়েও বিন্দুমাত্র দমে যায়নি আনমোল এক্কা-অঙ্কিত পালদের তরুণ ব্রিগেড। ৪৯ মিনিটে গিয়ে ভারতের প্রথম গোলটি করেন অঙ্কিত। এরপর ভারতীয় দলের আত্মবিশ্বাস ফেরে। তিন মিনিটের মধ্যে মনমিতের গোলে ভারত সমতা ফেরায়। পাঁচ মিনিটের মাথায় ভারতের হয়ে তৃতীয় গোল শরদানন্দের। আট মিনিটে তিন গোল হজম করে আর্জেন্টিনার তখন দিশেহারা অবস্থা। শরীর লক্ষ্য করে আক্রমণ শুরু করে আর্জেন্টাইন খেলোয়াড়রা। অতি আগ্রাসনেই বিপদ বাড়ল আর্জেন্টিনার। পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল করে ভারত।
এমন অনবদ্য পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ শ্রীজেশ। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিক থেকে পদক জিতেছে ভারতীয় হকি দল। ৫২ বছর পরে ফের টানা দুই অলিম্পিকে পদক জয়ের অন্যতম কারিগর শ্রীজেশও। গতবছর অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পর অবসর নিয়েছেন তিনি। তারপর যুব দলকে কোচিং করাচ্ছেন। এবার যুব বিশ্বকাপ(Junior Hockey World Cup) থেকে ভারতীয় দলকে ব্রোঞ্জ জেতালেন তিনি।




