দার্জিলিং: দ্বিতীয় দফায় পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ নিচ্ছেন প্রশাসনিক প্রধান। এই কাজের ফাঁকেই এবার পুজো দিতে চলে গেলেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে। স্থানীয় মানুষদের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শৈলশহরের মহাকাল মন্দিরের পুজো দিলেন। সূর্যমুখী ফুল, দুধ দিয়ে মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee) স্থানীয়দের সঙ্গে কথা বললেন তাঁদের ‘ঘরের মেয়ে’ মমতা। কথা বলেন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গেও।তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।

প্রসঙ্গত, দুর্গাপুজোর দশমীর পর প্রকৃতির তাণ্ডবে তছনছ হয়ে যায় পাহাড়ের একাধিক জায়গা। ভুটান থেকে জল এসে ভাসিয়ে নেয় একাধিক এলাকা। নামে ভূমিধস। বাড়ি রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩২ জনের। পাশপাশি ভেসে গিয়েছে বিস্তর চাষের জমি। আলিপুরদুয়ার, নাগরাকাটা, মিরিক, দার্জিলিংয়ের বহু জমি জলের তলায় চলে যায়।
দুর্গতদের সাহায্যে পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী নিজে ঘুরে দেখেছেন একাধিক এলাকা। দ্বিতীয় বার উত্তরবঙ্গ সফর শেষে কলকাতায় তাঁর ফেরার কথা শুক্রবার। তার আগেই এবার মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।




