প্রতিবেদন : অশান্তিতে উত্তপ্ত প্রতিবেশী দেশ নেপাল।(Nepal) এবার মৃত্যু হল এক ভারতীয়ের। সূত্র মারফত জানা গিয়েছে, পশুপতিনাথ মন্দির দর্শন করতে নেপালে গিয়েছিলেন রাজেশ দেবী। কিন্তু কাঠমান্ডুর যে পাঁচতারা হোটেলে তিনি ছিলেন, সেই হোটেলে আগুন ধরিয়ে দেয় জেন জি’র বিদ্রোহীরা। পালাতে গিয়ে পাঁচতলা থেকে লাফ দেন রাজেশ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর অবস্থায়। পরিবার সূত্রে খবর, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তাঁর।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর সিং গোলা এবং তাঁর স্ত্রী রাজেশ গত ৭ সেপ্টেম্বর কাঠমান্ডু(Nepal) গিয়েছিলেন। কিন্তু ৯ সেপ্টেম্বর থেকেই প্রতিবাদে উত্তাল হয় নেপাল। অন্যান্য বহু হোটেলের মতো রাজেশদের হোটেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রাণ বাঁচাতে জানলার কাঁচ ভেঙে নিচে লাফিয়ে পড়েন সকলে। নিচে রাখা তোশক লক্ষ্য করেই সকলে লাফ দিচ্ছিলেন। কিন্তু লাফাতে গিয়ে পিছলে যান রাজেশ দেবী। বেকায়দায় পড়ে যান।

তাঁর বড় ছেলে বিশাল জানান, জানলা দিয়ে লাফিয়ে পড়ে রামবীরের সামান্য চোট লাগে। কিন্তু রাজেশ গুরুতর আহত হন। সংকটজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসা চলাকালীনই ১০ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। দীর্ঘ কাঠখড় পুড়িয়ে বৃহস্পতিবার ভারতে ফেরানো হয় রাজেশের দেহ। গোটা পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বিশাল বলেন, “দু’দিন ধরে আমরা জানতেই পারিনি বাবা-মা কোথায় রয়েছেন। অবশেষে এক রিলিফ ক্যাম্পে বাবার খোঁজ পেলে। ততক্ষণে হাসপাতালে মায়ের মৃত্যু হয়েছে।” ভারতীয় দূতাবাসে তরফেও কোনও সহায়তা মেলেনি বলে অভিযোগ বিশালের।




