কলকাতা : অগ্নিগর্ভ প্রতিবেশী দেশ নেপাল। চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। চলছে সেনাবাহিনীর নজরদারি। আটকে পড়েছেন একাধিক ভারতীয়। আটকে পড়লেন বাংলার তিন গবেষকও। আলিপুরদুয়ারের বারোবিশা, কোচবিহারের দিনহাটা ও জলপাইগুড়ির বাসিন্দা তাঁরা। এমনকী তাঁদের সঙ্গে ত্রিপুরার এক গবেষক আছেন বলে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন তাঁদের পরিবার।
সূত্রের খবর, গত ৫ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে যান ওই তিনজন গবেষক। তাঁদের নাম মণিহার তালুকদার, সৌভিক চক্রবর্তী এবং ময়ূখ ভট্টাচার্য। আগরতলার যে গবেষক আটকে রয়েছেন তাঁর নাম স্বপ্নজিৎ চৌধুরী। চারজনই পিএইচডি স্কলার। ‘জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব’ সম্পর্কিত বিশ্ব কংগ্রেসে যোগ দিতে তাঁরা সেখানে যান। গত ৮ সেপ্টেম্বর সেই সম্মেলন শেষ হয়।

পরিবারের তরফে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর বাড়ি ফেরার কথা ছিল তাঁদের। কিন্তু ততক্ষণে নেপালে আগুন জ্বলতে শুরু করে দিয়েছে। কাঠমান্ডুর পশুপতি নাথ মন্দিরের কাছে একটি হোটেলে আটকে রয়েছেন গবেষকরা। বারোবিশার ছাত্রীর বাবা প্রসেনজিৎ তালুকদার জানান, “আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছি। জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পুলিশ প্রশাসন সবরকম সহযোগিতা করছে।”




