ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কবানে বিতর্ক তুঙ্গে উঠেছে। রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন। তা নিয়ে বিতর্ক আরও তুঙ্গে উঠেছে। এই আবহের মধ্যেই এবার ট্রাম্পের এই সিদ্ধান্তকে তুলোধনা করলেন আমেরিকার বিখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড উলফ।(US Economist) ইঁদুর হয়ে হাতিকে আক্রমণের মতো আচরণ করছেন ট্রাম্প! এহেন ম্পন্তব্য করলেন রিচার্ড উলফ।
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রিচার্ড উলফ(US Economist) এই প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি মনে করছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারত ক্ষেপে গিয়ে আমেরিকার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবে। তিনি রাশিয়ার এই সংবাদমাধ্যমকে বলেন, “রাষ্ট্রসংঘের নিরিখে, ভারতই এখন বিশ্বের বৃহত্তম দেশ। কিন্তু আমেরিকা এখন ভারতকে শেখাতে চাইছে কী করা উচিত। এ যেন ইঁদুর হয়ে হাতিকে ধাক্কা মারার মতো।”
রাশিয়ার উদাহরণ তুলে রিচার্ড বলেন, রাশিয়া যেভাবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেল বিক্রির বিকল্প বাজার খুঁজে নিয়েছে, সেভাবে ভারতও নিজের পণ্য বিক্রি করবে বিকল্প দেশের কাছে। সেক্ষেত্রে ব্রিকস দেশগুলিকেই পণ্য রপ্তানির জন্য অগ্রাধিকার দেবে ভারত। পরিসংখ্যান তুলে ধরে রিচার্ড বলছেন, “ব্রিকস দেশগুলির সম্মিলিত উৎপাদনের পরিমাণ ৩৫ শতাংশ। অন্যদিকে জি৭এর উৎপাদন আটকে ২৮ শতাংশে।”

ভারতের সঙ্গে রাশিয়ার সুসম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে রিচার্ড বলেছেন, ট্রাম্প খুব বিপজ্জনক খেলায় মেতেছেন। শুল্কযুদ্ধের জেরে আখেরে ব্রিকসকেই শক্তিশালী করবেন ট্রাম্প। পশ্চিমি দুনিয়ার শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে তৈরি হবে ব্রিকস, মনে করছেন রিচার্ড। উল্লেখ্য, অর্থনীতিবিদের মতে, মার্কিন শুল্কনীতির জেরে এবার কার্যত বন্ধ হয়ে যাবে ভারত-আমেরিকা বাণিজ্য। আমেরিকায় পণ্য রপ্তানি করা বন্ধ করে ব্রিকস দেশগুলির কাছে নিজের পণ্য তুলে ধরবে ভারত।




