কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচন। বাংলায় ইতিমধ্যেই আগামী নির্বাচনের আগেই কোমর বেঁধে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এর মধ্যেই বাংলাকে বদনেম করতে পিছপা হচ্ছে না বিজেপি! এই আবহে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’(The Bengal Files) নিয়ে বিতর্ক তুঙ্গে। উদ্দেশ্যপ্রণোদিত এই ছবিতে বাংলাকে বদনাম করার চক্রান্ত বলে অভিযোগ তুলে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে বাংলাকে অসম্মানের অভিযোগ উঠেছে আগেই। ট্রেলার দেখে বিবেকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করেছেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি শান্তনু মুখোপাধ্যায়। বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এই ছবির(The Bengal Files) মাধ্যমে কোনও দলকে রাজনৈতিক ফায়দা দিতে চাইছেন বিবেক, স্বাভাবিকভাবে উঠছে সে প্রশ্ন। এবার, বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ইতিহাস ভুলে গিয়েছে এরা। মগজে মরুভূমি। বাংলার বদনাম করার জন্য সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে।”
এই প্রসঙ্গে বলিউড ছবি ‘কেশরী চ্যাপ্টার ২’-এ ক্ষুদিরাম বসুকে নিয়ে দেওয়া ভুল তথ্যের প্রসঙ্গও তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ক্ষুদিরাম বসুকে ছবিতে বলে দিল ‘সিং’। সে যখন ফাঁসির মঞ্চে গান গাইল তখন তোমরা কোথায় ছিলে বাম-রাম-শ্যামেরা? জগাই, মাধাইরা? তোমাদের পূর্বপুরুষরা তো ব্রিটিশের দালালি করেছিল। তারপর মুচলেকা দিতে হয়েছিল।” ক্ষুদিরামের ফাঁসির নথি ইতিমধ্যে পুলিশ মিউজিয়ামে সংরক্ষণের নির্দেশও দিয়েছেন মমতা।
এদিন মমতা বিরোধীদের একহাত নিয়ে বলেন, “একদিকে বিজেপি। আরেকদিকে তার বন্ধু বাম। বাম-রাম-শ্যাম-জগাই-মাধাই সব এক। বামপন্থীগুলো এমন নির্লজ্জ বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। বলছে নেতাজি ব্রিটিশের ভয়ে পালিয়ে গিয়েছেন।” ‘ভাষা সন্ত্রাস’ ইস্যুতেও এদিন আরও একবার সুর চড়ান মমতা। তাঁর হুঁশিয়ারি, “পরিযায়ী শ্রমিকদের ভয় দেখানো হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যাবে না। হাবড়াতে একজন মারা গিয়েছেন। ভাষা সন্ত্রাস মানছি না, মানব না। আপনারা ১ হলে, আমরা ১০০। তৃণমূল বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বে না। আমাদের আসন আরও বাড়বে। আপনারা গরিবের অধিকার কেড়ে নেন। আমরা তাদের হৃদয়ে স্থান দিই।”