কলকাতা: দীর্ঘ লড়াইয়ের পরে তৃণমূলের পতাকাকে জাতীয় স্তরে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) রাজনৈতিক সংগ্রাম চালিয়ে তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী পদাসীন। পূর্বেও একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলে এসেছেন মমতা। এমনকি বেশ কয়েক প্রধানমন্ত্রীর অধীনে তিনি নিজের কাজ চালিয়ে গিয়েছেন। সেই প্রধানমন্ত্রীদের খুব কাছ থেকেই তিনি দেখেছেন। এবার সেই সমস্ত অভিজ্ঞতাই তিনি লিখবেন। এই সমস্ত অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করে বই আকারে প্রকাশ করবেন বলে জানালেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবারে তৃণমূল ছাত্র পরিশগদের সভা থেকে মমতা(Mamata Banerjee) এই বই প্রকাশের ঘোষণা করলেন। তিনি বলেন, ”অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরোবে।” মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ”আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরোবে বইটা।”
অল্পবিস্তর সকলেরই জানা, তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। তাঁর অতি স্নেহের পাত্রী ছিলেন তৃণমূল নেত্রী। সেই কারণে মমতাকে গুরুত্বপূর্ণ সব মন্ত্রকের দায়িত্ব দিয়েছিলেন। এছাড়া পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও মমতা ছিলেন ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী। বেশ কয়েকজন প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এবার সেই সমস্ত অভিজ্ঞতাকেই লিপিবদ্ধ করে রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।