শ্রীনগর : ভূস্বর্গে সন্ত্রাস দমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা।(Indian Army )জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়ায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জেহাদিরা। কিন্তু তাদের ছক বানচাল করে ২ পাক জঙ্গিকে খতম করেছে সেনা এবং কাশ্মীর পুলিশ। এলাকা ঘিরে এখনও চলছে তল্লাশি। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডলে এমনটাই জানানো হয়েছে সেনার তরফে।
পহেলগাঁও হামলার পর উপত্যকায় জোরকদমে চলছে জঙ্গিদমন অভিযান। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের বন্দিপোড়ার গুরেজ সেক্টরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের ছক কষেছিল পাক জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেখানে অভিযানে নামে সেনা(Indian Army )এবং কাশ্মীর পুলিশ। তারপরই গুলি লড়াইয়ে নিকেশ করা হয়েছে ২ পাক জঙ্গিকে।

উল্লেখ্য, সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। পহেলগাঁও হামলার পর গত তিন মাস ধরে গা ঢাকা দিয়েছিল তারা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই ডিভাইসের মাধ্যমে জঙ্গিদের লোকেশন জেনে নিয়েই অপারেশন চালানো হয়।