কলকাতা : বৃহস্পতিবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ওবিসি মামলা(OBC Issue) নিয়ে ফের বিরোধীদের নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের প্রসঙ্গ তুলে তাঁর মন্তব্য, “আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই নির্দেশে স্থগিতাদেশ আদায় করি। যেদিন অনুমতি পেয়েছি, তার একঘণ্টার মধ্যে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে।”
পাশাপাশি, বাংলার ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের প্রচেষ্টার কথাও তুলে ধরেন অভিষেক। মঞ্চ থেকে তিনি বলেন, “আমাদের লজ্জা, বারো ক্লাস পাশ করার পরেও বাংলাজুড়ে অনেক অভিভাবক রয়েছেন, যারা রেজাল্ট বেরনোর পরেও ভর্তি প্রক্রিয়ায় কালবিলম্ব হয়েছে বলে কিছুটা উদ্বিগ্ন হয়েছিলেন।”(OBC Issue)

অভিষেকে কথায়, “আমাদের কাছে দুর্ভাগ্য বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে, তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে, কলকাতা হাই কোর্টের বিচার ব্যবস্থার একাংশ, বাংলার ছাত্র-যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল। কিন্তু আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়েছি। সঙ্গে সঙ্গে সরকার ভর্তি প্রক্রিয়া চালু করেছে।”