ওয়াশিংটন: ভারতের উপর অতিরিক্ত শুল্ক(Tarrif))চাপানোতে বদ্ধ পরিকর ট্রাম্প। অপরাধ একটাই, রাশিয়া থেকে তেল কেনা। এবার সেই অপরাধের শাস্তি দিতেই পাকাপাকিভাবে ভারতের উপর বুধবার থেকেই কার্যকরী হতে চলেছে ২৫ শতাংশ শুল্ক। এ নিয়েই নোটিস জারি করে ফেলেছে হোয়াইট হাউস। যার জেরে আগামী বুধবার থেকেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্কের কোপ পড়তে চলেছে।
জানা যাচ্ছে, আমেরিকার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এই নির্দেশিকার খসড়া অনুসারে, ২৭ আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে নয়া শুল্ক।(Tarrif)যা ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকাল ৯টা ৩১ মিনিট।

নির্দিষ্ট ভাবে ৭ পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, উল্লিখিত সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনও মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া ২৫ শতাংশ শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে। বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে। যার জেরেই ২৫ শতাংশ অধিক শুল্ক চাপানো হচ্ছে।
ট্রাম্প সরকারের অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি ইউরোপীয় ইউনিয়ন, চিন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। প্রসঙ্গত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় ২৫ শতাংশ, পরে রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প।