ওয়াশিংটন: ক্ষমতায় আসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্ত বারবার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অভিবাসী ইস্যু থেকে শুরু করে শুল্কবান! সবক্ষেত্রেই বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা কপ্রে চলেছেন ট্রাম্প। এবার এইচ১বি ভিসার(H1B Visa )নিয়মে রদবদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এমনই ইঙ্গিত দিয়েছেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। যার জেরে উদ্বেগ বাড়ছে মার্কিনভূমিতে বসবাস করা বিদেশী কর্মী ও পড়ুয়াদের।
সংবাদমাধ্যম ফক্স নিউজ়কে লুটনিক জানিয়েছেন, অচিরেই এইচ১বি ভিসা(H1B Visa)এবং গ্রিন কার্ডের নিয়মে বড়সড় রদবদল আসতে চলেছে। কারণ, আমেরিকান এবং গ্রিন কার্ডধারীদের মধ্যে গড় বেতনেও বৈষম্য রয়েছে। লুটনিকের কথায়, ‘‘গড় হিসাবে আমেরিকানরা বছরে ৭৫,০০০ ডলার আয় করেন। গ্রিন কার্ডধারীরা আয় করেন ৬৬,০০০ ডলার। কেন এমন হচ্ছে? ডোনাল্ড ট্রাম্প এই নিয়ম পরিবর্তন করতে চলেছেন। আমরা গোল্ড কার্ড আনার কথা ভাবছি। এখন থেকে আমেরিকায় কেবল মাত্র সেরা ব্যক্তিদের বাছাই করে আনা হবে।’’

ভিসা প্রদানের প্রক্রিয়ার প্রস্তাবিত পরিবর্তনগুলির মধ্যে রয়েছে এইচ১বি দেওয়ার জন্য লটারি ব্যবস্থা বাতিল করা, উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া, আয়-ভিত্তিক ভিসা প্রদান, ইত্যাদি।
পাশাপাশি, মঙ্গলবার লুটনিক নিজের এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘এইচ১বি ভিসা নিয়ে দুর্নীতি চলছে।’’ তাঁর দাবি, এই ভিসার সুযোগ নিয়ে বিদেশিরা আমেরিকায় গিয়ে কাজের সুযোগ পাচ্ছেন। ফলে মার্কিন মুলুকের বাসিন্দাদের কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে। লুটনিক লেখেন, ‘‘এইচ১বি ভিসার সুযোগ নিয়ে বিদেশি কর্মীরা আমেরিকানদের চাকরির সুযোগ কেড়ে নিচ্ছেন। সমস্ত বড় বড় মার্কিন সংস্থাগুলিতে নিয়োগের ক্ষেত্রে আমেরিকার বাসিন্দাদের অগ্রাধিকার পাওয়া উচিত। এখন আমেরিকানদের নিয়োগের সময়।’’
চলতি বছরের শুরুতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিসা ও গ্রিন কার্ড নিয়ে কড়াকড়ি বেড়েছে। সেই আবহে নতুন নিয়ম আনার ইঙ্গিত দিল ট্রাম্প প্রশাসন। নতুন এই পদক্ষেপের ফলে আমেরিকায় বসবাসকারী ভারতীয় কর্মী ও পড়ুয়াদের উপরেও প্রভাব পড়তে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, আমেরিকায় ব্যবসায়িক প্রয়োজনে যাওয়ার ক্ষেত্রে বি১ ভিসা প্রয়োজন হয়। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে লাগে বি২ ভিসা। পরিবারের সদস্য বা কোনও বন্ধুর সঙ্গে দেখা করতে, কিংবা চিকিৎসার প্রয়োজনে আমেরিকা যেতে গেলেও বি২ ভিসারই প্রয়োজন হয়। সাধারণত বি১ এবং বি২ ভিসা একই সঙ্গে দেওয়া হয়। আর গ্রিন কার্ড হল অনাবাসীদের আমেরিকায় স্থায়ী বসবাসের ছাড়পত্র।