নয়াদিল্লি : রাজধানীর বুকে ফের ঘটে গেল মর্মান্তিক পথদুর্ঘটনা।(Road Accident )১৬ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ৩২ বছরের এক যুবকের। শনিবার সন্ধ্যায় দিল্লির আউটার নর্থ ডিস্ট্রিকটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। চালককে আটক করেছে পুলিশ। গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই।
ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ওই যুবককে ধাক্কা মারছে লাল রঙের একটি গাড়ি। আহত ব্যক্তিকে সাহায্য করার পরিবর্তে ওই যুবককে প্রায় ৬০০ মিটার টেনে নিয়ে যায় গাড়িটি। অবশেষে নর্থ দিল্লি পওয়ারের পাঁচ নম্বর গেটের কাছে নিহত যুবককে ফেলে রেখে পালায় ওই নাবালক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই মৃত্যু হয় ওই যুবকের। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সাইকেল আরোহি ওই নাবালককে সতর্ক করলেও সেই কথায় কান না দিয়ে গাড়ি চালিয়ে দেয় সে। সুজিতের দেহ গাড়ির চাকা থেকে ছিটকে বেরিয়ে যাওয়ার পরেই দ্রুত গতিতে এলাকা থেকে পালিয়ে যায় সে। পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা।

জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম সুজিত মন্ডল। দিল্লির রাজা বিহারের বাসিন্দা সুজিত বদলি শিল্প তালুকে একটি পাইপ কারখানায় কাজ করতেন। শরীরের বহু জায়গায় ক্ষত এবং জামা ছেঁড়া অবস্থায় নিহত যুবকের দেহ উদ্ধার করে বুরারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সুজিতকে মৃত ঘোষণা করে ডাক্তাররা। সুজিতের দেহ শনাক্ত করেছেন তাঁর শ্যালক জিতেশ।
এবিষয়ে আউটার নর্থ ডিস্ট্রিকটের ডেপুটি পুলিশ কমিশনার হরেশ্বর স্বামী জানিয়েছেন, “আহত ব্যক্তি গাড়ির নিচে আটকে আছেন জেনেও, গাড়ির চালক কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে তারপর ফের গাড়ি চালিয়ে দেন।” সিসিটিভি ফুটেজের সাহায্যে গাড়ির নম্বর শনাক্ত করে পুলিশ। জানা যায়, গাড়িটি চালাচ্ছিল এক নাবালক। হরেশ্বর জানিয়েছেন অভিযুক্ত নাবালককে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় একই ঘটনা ঘটে গত জানুয়ারি মাসে। দিল্লিতে একটি স্কুটিতে ধাক্কা মারে একটি গাড়ি। (Road Accident)স্কুটি-আরোহী ওই মহিলাকে প্রায় ১২ কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যায় গাড়িটি। সেই ঘটনায় ওই মহিলার মৃত্যু হয়।