বনগাঁ: বকেয়া বিদ্যুতের বিল প্রায় সাড়ে তিন লক্ষ টাকা! বনগাঁর বিজেপি বিধায়কের বাড়ির বিদ্যুতের বিলের অঙ্ক দেখে চক্ষু চড়কগাছ। বকেয়া বিল না মেটানোয় বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দফতর।(Electricity Department)এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁতে। ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ তুলছে তৃণমূল।
বনগাঁর পাল্লা এলাকায় বিধায়কের বাড়ি। ওই বাড়িতে বিধায়কের ভাই জয়দেব মজুমদারের নামে একটি মিটার আছে। সেই মিটারেরই প্রায় সাড়ে তিন লক্ষ বিদ্যুৎ বিল এসেছিল। সেই টাকার অঙ্ক বকেয়া আছে বলে অভিযোগ। টাকা না মেটানোয় মঙ্গলবার বিধায়কের ভাইয়ের নামে থাকা ওই মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিদ্যুৎ দফতর।(Electricity Department)

বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছে বিধায়কের পরিবারের বিরুদ্ধে। কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল নেতা শুভজিৎ দাস দাবি করেন, “একজন জনপ্রতিনিধির সাড়ে তিন লক্ষ টাকার বিদ্যুৎ বিল বকেয়া আছে। এইসব জনপ্রতিনিধিরা সমাজের কলঙ্ক।” তিনি রাজ্য সরকারের কাছে বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। যদিও বিদ্যুৎ চুরি বা কোনো অভিযোগ মানতেই নারাজ বিজেপি বিধায়ক। বরং তিনি অভিযোগের আঙুল তুলছেন বিদ্যুৎ দফতরের দিকেই।