কলকাতা : দেশজুড়ে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অকথ্য নির্যাতন অব্যাহত এখনও। ইতিমধ্যেই এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে সারা রাজ্যে। সুর চড়িয়েছে বাংলার শাসকদল তৃণমূল। এবার বিজেপির বাংলা-বিদ্বেষের জবাবে পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ।(Student Union)আগামী ২৮ আগস্ট টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে বাঙালি অস্মিতাকে সামনে রেখেই মূল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রতিবাদও চলবে সেই মঞ্চ থেকে।
আর মাত্র ৩ দিনের অপেক্ষা। পরেই রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের ছাত্র সংগঠনের(Student Union)প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি। এই মুহূর্তে চলছে তার শেষ লগ্নের প্রস্তুতি। এবারের কর্মসূচি অন্যান্য বারের সমস্ত রেকর্ড ছাপিয়ে ২ লক্ষ ছাত্রছাত্রীর ভিড়ের রেকর্ড গড়বে বলে দাবি ছাত্র নেতৃত্বের। যে কর্মসূচিকে সফল করতে এই প্রথম দলের ছাত্র নেতৃত্ব রাজ্যজুড়ে সফর করেছে, চলেছে প্রস্তুতি বৈঠক। কর্মসূচির প্রধান বক্তা তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নেতৃত্ব কী বার্তা দেয়, সেদিকেই নজর থাকবে সবার।
গত শনিবার বৈঠক করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বৈশ্বানর চট্টোপাধ্যায়, বিধায়ক অশোক দেব-সহ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যরা। শেষ মুহূর্তের কিছু জরুরি পরামর্শের জন্য পরপর ছোট কিছু বৈঠকও রয়েছে। এসবের ফাঁকেই রবিবার সভাস্থলে গিয়ে মঞ্চ প্রস্তুতি খতিয়ে দেখেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।তৃণাঙ্কুরের পাশাপাশি তিনিও জেলায় জেলায় ঘুরে একাধিক প্রস্তুতি মিটিং করেছেন বৈশ্বানরও।
ইতিমধ্যে কর্মসূচির ‘থিম সং’ মুক্তি পেয়েছে। সংগঠনের মূল বার্তা শিক্ষার প্রগতিই এই গানের মূলমন্ত্র। কেশব দে’র কণ্ঠে গানের কথা, ‘চাই শিক্ষায় প্রগতি, করব দেশের উন্নতি, একসাথে হয়ে ছাত্রদল’। মূল কর্মসূচির মঞ্চে বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন তৃণাঙ্কুর। বিশেষ স্লোগান ওইদিন সকালে রিলিজ করা হবে। গান গাইবে রবীন্দ্রভারতীর বিশেষ টিম। প্রতিবারের মতো বক্তব্য রাখবে নির্বাচিত কিছু ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে থেকেই আগামীদিনের নেতানেত্রী উঠে আসবে বলে মনে করছে রাজনীতির কারবারিরা।