লখনউ : স্বাস্থ্যব্যবস্থার( Health Care System)চূড়ান্ত অব্যবস্থার চিত্র আরও একবার ফুটে উঠল বিজেপিশাসিত উত্তরপ্রদেশে। যা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন প্রত্যেকে। মৃত সন্তানকে ব্যাগে ভরে ডিএম অফিসে হাজির হলেন বাবা! অভিযোগ, স্ত্রীর যতই বেড়েছে প্রসব বেদনা, ততই প্রসবের খরচ বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর প্রসূতিকে ছুঁড়ে ফেলা হয়েছে রাস্তায়। সেখানেই মৃত সন্তান প্রসব করেন প্রসূতি।
শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে। মৃত সদ্যোজাতর বাবা বিপিন গুপ্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রসূতি স্ত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানোর সময় কর্তৃপক্ষ জানিয়েছিল নরম্যাল ডেলিভারির জন্য ১০ হাজার টাকা ও সিজারিয়ান প্রসবের জন্য ১২ হাজার টাকা মতো খরচ হতে পারে। কিন্তু যতই বিপিনের স্ত্রী’র প্রসব বেদনা বেড়েছে, ততই খরচের অঙ্ক বাড়িয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।(Health Care System)সেই মতো খানিকটা টাকা জোগাড়ও করেছিলেন বিপিন। কিন্তু এরপরও তাঁর অসহায়তার সুযোগ নিয়ে অপারেশনের জন্য খরচের অঙ্ক বাড়ায় হাসপাতালের কর্মীরা। শেষ পর্যন্ত টাকা দিতে না পারায় অসুস্থ প্রসূতিকে ছুঁড়ে ফেলা হয়। সেখানেই মৃত সন্তান প্রসব করেন তাঁর স্ত্রী।

মৃত সদ্যোজাতকে ব্যাগে ভরে তৎক্ষণাৎ জেলা শাসকের দফতরে পৌঁছন অভিযোগকারী। চাঞ্চল্যকর অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখতে ওই হাসপাতালে পৌছন অতিরিক্ত জেলাশাসক এ কে রস্তোগি। অন্য প্রসূতিদের সঙ্গে কথা বলার পরই তাঁদের জেলা মহিলা হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেন। ইতিমধ্যেই বেসরকারি হাসপাতালটি সিল করে দেওয়া হয়েছে।