লখনউ : এবার যোগীরাজ্যে প্রকাশ্যে এল ভুয়ো আধার কার্ড তৈরির জাল। রমরমিয়ে চলছিল নকল আধার কার্ড(Fake Aadhaar Card)তৈরির চক্র! আর সেই আধার কার্ড পৌঁছে যাচ্ছিল রোহিঙ্গা, বাংলাদেশি ও নেপালিদের হাতে। কীভাবে সক্রিয় হয়ে উঠেছিল এমন এক চক্র? উঠছে প্রশ্ন।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে জানা যাচ্ছে, ভুয়ো আধার কার্ড(Fake Aadhaar Card)তৈরির অভিযোগে ওই চক্রকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হয়েছে দলের পান্ডাও। জানা যাচ্ছে, ভুয়ো আধার কার্ডের পাশাপাশি আধার কার্ডের জন্য জরুরি ভুয়ো নথিও তৈরি করত দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা করেছে।

এপ্রসঙ্গে পুলিশকর্তা অমিতাভ যশ জানিয়েছেন, “এই চক্রের সঙ্গে এমন বহু ব্যক্তির যোগাযোগ ছিল যাঁদের ভারতীয় নাগরিকত্বের বৈধ কাগজপত্র নেই। কিংবা জন্মের তারিখ বা সরকারি তথ্য পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এমন ব্যক্তিদের জন্য ভুয়ো জন্ম শংসাপত্র, বাসস্থান প্রমাণপত্র ও হলফনামাও তৈরি করা হত, যাতে আধার কার্ড সংশোধন বা নতুন কার্ড ইস্যু করানো যায়।”
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই নানা তথ্য হাতে আসছিল। অবশেষে শুক্রবার পুলিশের অভিযানে ধরা পড়েছে গোটা দলটি। প্রতি ভুয়ো আধার কার্ড পিছু চক্রটি ২ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিত। অভিযান চালিয়ে আধার কার্ড তৈরির নানারকম যন্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে সরকারি কর্মকর্তাদের ভুয়ো সিলমোহর, আধার কার্ড ও নথি।