প্রতিবেদন : রাস্তায় অগুনতি খানাখন্দ! এহেন বেহাল দশার জেরে স্কুটার থেকে পড়ে গেলেন চিকিৎসক। তাঁকে পিষে দিল ট্রাকের চাকা! মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে, মহারাষ্ট্রের(Maharashtra )ভিওয়ান্ডি শহরের বানজারপট্টি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন ও পুর কর্তৃপক্ষ।
এদিন কর্মস্থল থেকে স্কুটারে বাড়ি ফিরছিলেন চিকিৎসক নাসিম আনসারি। রাস্তার খানাখন্দের কবলে পড়ে তিনি হঠাৎই স্কুটারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। ঠিক তখনই ছুটে আসা একটি ট্রাকের চাকার তলায় পিষে যান নাসিম আনসারি। ঘটনাস্থলেই ওই চিকিৎসকের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পাশাপাশি জানা যাচ্ছে, শহরের গুরুত্বপূর্ণ এপিজে আবদুল কালাম ফ্লাইওভারের মেরামতির কাজ চলছে। ফ্লাইওভারটি বন্ধ থাকার কারণে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়েছে। ভারী যান চলাচলের জন্য ওই রাস্তাটি ব্যবহার করা হচ্ছে। কিন্তু রাস্তার অবস্থা মোটেও ভাল নয়। গর্তে ভরা এই সড়কে ভারী যান চলাচলের ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। যার ফলাফল এদিনের পথদুর্ঘটনা।
স্বাভাবিকভাবেই স্থানীয় পুর কর্তৃপক্ষ ও প্রশাসনের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বহুদিন ধরেই ওই রাস্তাটির মেরামতের কাজ হয়নি। তাই রাস্তার অবস্থা ছিল তথৈবচ। একাধিকবার পুরসভাকে(Maharashtra )জানিয়েও কোনও ফল হয়নি। তার উপর ভারী যান চলাচলের অনুমতি দেওয়ায় রাস্তাটি আরও খারাপ হয়ে গিয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। যদিও প্রশাসনের তরফে এই নিয়ে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠছে। শুক্রবার পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে গণক্ষোভ প্রকট হয়ে ওঠে।