কলকাতা : ফের অগ্নিকাণ্ড(Devastating Fire)ঘটল শহর কলকাতায়। শনিবার আনন্দপুরের গুলশান কলোনি এলাকার একটি কারখানায় আগুন লাগে। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কীভাবে আগুন লাগল ওই কারখানায়, তা স্পষ্ট নয় এখনও।
সূত্রের খবর, এদিন দুপুরে কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের একটি কারখানায় আগুন(Devastating Fire)লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়েরা। যে এলাকায় আগুন লাগে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। সেই কারণেই আগুন কলোনির মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের।

জানা গিয়েছে, আনন্দপুর এলাকার একটি চামড়ার জুতো তৈরির কারখানায় আগুন লাগে। স্থানীয়েরাই প্রথম আগুন নেবানোর কাজে হাত লাগান। দমকল এবং পুলিশকে খবর পাঠানো হয়। থানার তরফ থেকেও দমকলের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রাথমিক ভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। প্রয়োজনে দমকলের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে দমকলের তরফে।
কীভাবে আগুন লাগল, কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনও জানা যায়নি। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনাই এখন প্রাথমিক লক্ষ্য। তারপরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়টি।