মুম্বই: উপরাষ্ট্রপতি নির্বাচনে(Vice President Election)মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে প্রার্থী করেছে বিজেপি। এবার সেই প্রার্থীকেই সমর্থনের জন্য নয়া কৌশল বিজেপির। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে উপরাষ্ট্রপতি পদের প্রার্তিকে সমর্থনের জন্য আহ্বান বিজেপির। মহারাষ্ট্রের দুই দল এনসিপি পওয়ার এবং উদ্ধব ঠাকরের শিব সেনাকে দলে টানার চেষ্টায় বিজেপি। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হল পদ্ম শিবিরের।
রাধাকৃষ্ণণের সঙ্গে রাজ্যের যোগ রয়েছে এই যুক্তি দেখিয়ে মারাঠী দলগুলির কাছে সমর্থন প্রার্থনা করছে বিজেপি। বিজেপি শুক্রবার এ নিয়ে শরদ পাওয়ার এবং উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র ফড়ণবিস। তবে তাতে খুব একটা লাভ হয়নি। বিজেপির নির্বাচিত প্রার্থীকে সমর্থন করতে প্রস্তুত নয় তারা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এনসিপি প্রধান শরদ পাওয়ার স্পষ্ট করে দিয়েছেন তিনি বিরোধীদের নির্বাচিত প্রার্থীকেই উপরাষ্ট্রপতি ভোটে সমর্থন করবেন। তার পক্ষে বিজেপি মনোনীত প্রার্থীকে সমর্থন সম্ভব নয়। তবে উদ্ধব জানিয়েছেন, দলের নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদিও দলীয় সূত্রে খবর, শেষ পর্যন্ত বিরোধী প্রার্থীর পাশেই থাকবে শিব সেনার উদ্ধব শিবির।
এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের(Vice President Election)লড়াই কঠিন। দু’পক্ষই একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রতিদিন নয়া কৌশল নিচ্ছে। এবার যে অনায়াসে জয় আসবে না, খেলার শুরুতেই তা বুঝতে পেরেছে সরকার পক্ষ। বিরোধীরা আগের চেয়ে অনেক সংঘবদ্ধ। তাছাড়া সংসদের দুই কক্ষেই শক্তি কমেছে কেন্দ্রের শাসক দলের। এবার ইন্ডিয়া জোট আগেরবারের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।