বারাণসী: ফের যোগীরাজ্যে প্রকাশ্যে এল মর্মান্তিক খুনের ঘটনা। বারাণসীতে(Varanasi )গাড়ি রাখা নিয়ে ঝামেলার সূত্রপাত ঘটল। আর তারই ফলবশত এক শিক্ষককে মাটিতে ফেলে মাথা থেঁতলে খুন করল তিন যুবক। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে বারাণসীর কেদার নগর কলোনির মাতৃছায়া অ্যাপার্টমেন্টে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তৈরি হয়েছে ব্যাপক শোরগোল।
সূত্র মারফত জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ অ্যাপার্টমেন্টের ভিতর(Varanasi )গাড়ি পার্ক করা নিয়ে ৪৮ বছরের শিক্ষক প্রবীণ ঝা’র সঙ্গে বাদানুবাদে জড়ান আদর্শ সিং নামে এক যুবক। দু’জনেই ওই আবাসনের বাসিন্দা। বচসা গড়ায় হাতাহাতিতে। আদর্শের দুই বন্ধু এসে প্রবীণকে মাটিতে ফেলে মারধর শুরু করে। শুধু তাই নয়, ওই শিক্ষকের মাথা পা দিয়ে মাটির সঙ্গে থেঁতলে লোহার রড দিয়ে তুমুল মারধর শুরু হয়। পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানেই প্রবীণের মৃত্যু হয়।

এরপর ঘটনার খবর পেয়েই ভেলুপুরের এসিপি গৌরব কুমার অকুস্থলে পৌঁছন। আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে ঘণ্টাতিনেকের মধ্যেই অভিযুক্ত আদর্শ সিং, করণ গৌড় এবং সতীশ প্যাটেলকে গ্রেফতার করা হয়। যে ইট ও রড দিয়ে প্রবীণের উপর হামলা চালানো হয়েছিল, সেগুলিও উদ্ধার করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।