কলকাতা: ফের ঘূর্ণাবর্ত! সোমের মধ্যেই পশ্চিম বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। যার জেরে বৃষ্টি সম্ভাবনা অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Forecast)রবিবার না হলেও ফের সোমবার বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
উপকূল এলাকায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সমুদ্র উত্তাল থাকার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের শুক্রবার ও শনিবার মাছ ধরতে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। ২৩ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। (Weather Forecast)

শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দুই জেলায়। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং-সহ বাকি সব জেলায়। শনিবার দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম, বর্ধমান এবং বীরভূম জেলায়। এইসব জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।