ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের ঘোষণা করে চর্চায় এসেছেন। তার মধ্যে অন্যতম হল অভিবাসী ইস্যু।(Illegal Immigrants অবৈধ অভিবাসীদে)র নিজের দেশে পাঠানোর কাজে তৎপর হয়েছে ট্রাম্প প্রশাসন। শুধু তা-ই নয়, মার্কিন প্রশাসনের নজরে রয়েছেন বিভিন্ন ভিসা নিয়ে আমেরিকায় যাওয়া ব্যক্তিরাও। এ বার ট্রাম্প সরকার জানাল, সাড়ে ৫ কোটি ভিসা যাচাইয়ের কাজ শুরু করা হবে।
Read More: ঘূর্ণাবর্তের জেরে অব্যাহত বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া!
মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘‘আমেরিকায় থাকার জন্য ভিসা দেওয়া হয় ঠিকই। কিন্তু তা বলে ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যাঁরা আমেরিকায় থেকে যান, তাঁদের শনাক্ত করার জন্য এই যাচাইকরণের কাজ খুবই জরুরি।’’(Illegal Immigrants)

মার্কিন তরফে জানানো হয়েছে ভিসা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করা হবে। পাশাপাশি জানা গিয়েছে, ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে কেউ যদি কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হন, তবে তাঁদের চিহ্নিত করবে মার্কিন প্রশাসন। যে কোনও সময় সেই সব ভিসা বাতিল করা হতে পারে বলেও জানিয়েছে মার্কিন বিদেশ দফতর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958835699870048651
প্রসঙ্গত, ক্ষমতায় আসার পরেই ডোনাল্ড ট্রাম্প জানান, ‘‘যে সব বিদেশি আমেরিকায় আসবেন, তাঁরা যে আমেরিকার নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান কিংবা আদর্শের প্রতি শত্রুতাপূর্ণ মনোভাব পোষণ করেন না, তা নিশ্চিত করা হবে।’’ এর পরেই ভিসার আবেদনে কড়াকড়ি শুরু করে মার্কিন প্রশাসন। অভিবাসন আইনও কঠোর করা হয়।