প্রতিবেদন : এবার কেরলে নির্যাতিতা পরিযায়ী নাবালিকা তরুণীর পাশে দাঁড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)বৃহস্পতিবার তাঁর নির্দেশে কেরল রওনা দেয় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। সমস্ত আইনি সহায়তা এবং সমস্ত রকমের সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
Read More: অবৈধ অভিবাসীদের নিয়ে কড়াকড়ি! সাড়ে ৫ কোটি ভিসার উপর নজর ট্রাম্প প্রশাসনের
গত ১৮ আগস্ট কেরলে গণধর্ষণের শিকার হন বাংলার এক পরিযায়ী তরুণী শ্রমিক। নির্যাতিতা দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে পরিযায়ীদের নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ৪ সদস্যের প্রতিনিধি দল কেরলের উদ্দেশে রওনা দেন। নির্যাতিতার সঙ্গে দেখাও করেছেন তাঁরা বলে খবর। আইনি পরামর্শের পাশাপাশি তরুণীকে সবরকম সাহায্য করবেন তাঁরা।

সূত্রের খবর, কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকার সন্তোষপুরের একটি পরিবারের কয়েকজন বেশ কয়েকবছর ধরেই কেরলের বাসিন্দা। পরিবারেরই এক তরুণী মাস ছয়েক আগে তাঁর দাদু-দিদার কাছে কেরলে চলে যান। দেড় মাস আগে একটি শপিংমলে কাজও পান সপ্তদশী ওই তরুণী। পরিবার সূত্রে জানা যাচ্ছে, মেয়েটি তার পরিবারকে জানিয়েছে, শপিং মলে কাজ করে ফেরার সময় তাকে অপহরণ করা হয়। তরুণীর অভিযোগ, তাকে একাধিক বার ধর্ষণের শিকার হতে হয়েছে। তারপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার।
Link: https://x.com/ekhonkhobor18/status/1958846192692953112?t=Hxaai7T4D4NtfNR_o_h4fg&s=19
প্রসঙ্গত, ভিনরাজ্যে পরিযায়ীদের উপর অত্যাচার নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee)এই অত্যাচারে বিজেপির মদত রয়েছে বলেও অভিযোগ করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের সাহায্যে প্রকল্প-ভাতার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।