নয়াদিল্লি : লোকসভায় কেন্দ্রের আনা সংবিধান সংশোধনী বিলের(Constitution Amendment Bill) বিরোধিতায় সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্যসভাতেও তীব্র প্রতিবাদ জানাল ঘাসফুল শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লক্ষ্য করে ‘তড়িপার, দূর হটো’ পোস্টার হাতে ওয়েলে নেমে ‘অমিত শাহ গো-ব্যাক’ স্লোগানও দেন তৃণমূল সাংসদরা। দলীয় সূত্রের খবর, সংবিধান সংশোধনী বিল-সহ আর যে দু’টি বিল আনা হয়েছে, তা নিয়ে সংসদীয় যৌথ কমিটিতে আপাতত কোনও প্রতিনিধি না রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
দলের এক নেতা জানিয়েছেন, “এই বিল(Constitution Amendment Bill) কোনওদিনই পাশ হবে না। তাই তা নিয়ে আলোচনারও প্রয়োজন নেই। সাংসদদের অনেক কাজ থাকে, তাঁদের সময় নষ্ট করার কোনও মানে হয় না। আর যদি কোনওভাবে বিল পাসও করিয়ে নেয়, তাহলে সুপ্রিম কোর্ট এটাকে আবর্জনার স্তূপে ফেলে দেবে।” বুধবার লোকসভায় দলের উপদলনেতা শতাব্দী রায়, মিতালী বাগদের হেনস্তা করা হয়েছিল বলে তৃণমূল অভিযোগ করেছিল। এদিন তাঁরা লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে চিঠি দিয়ে অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের তরফে দলের আরেক সাংসদ আবু তাহের খানকেও শারীরিক হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শাহ রাজ্যসভায় সংবিধান সংশোধনী বিল-সহ বাকি দু’টি বিলকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব পেশ করতে উদ্যত হতেই স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে পড়েন তৃণমূল সাংসদরা। ট্রেজারি বেঞ্চের সামনে গিয়ে বিলের কপি ছিঁড়ে উড়িয়েও দেন তাঁরা। এদিন যতক্ষণ রাজ্যসভা চলেছে, প্রায় চল্লিশ মিনিট ধরে লাগাতার শাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছেন তৃণমূল সাংসদরা। হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় ধ্বনিভোটে অনলাইন গেমিং বিল পাস করিয়ে নিয়েছে সরকারপক্ষ। তার কিছুক্ষণের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশের প্রথামাফিক ডাকা চা-চক্রেও যায়নি তৃণমূল। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন জানান, “ওরা ওয়েলে মার্শাল নামিয়েছিল, আমাদের বলেছিল কেউ ওয়েলে না নামলে মার্শাল নামবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনও ডিল করে না। তাই আমরা নেমেছি, আমি নিজেও আজ ওয়েলে নেমে প্রতিবাদ করেছি।”