নয়াদিল্লি : আরও একবার প্রশ্নের মুখে পড়ল সংসদের নিরাপত্তা।(Parliament Security) শুক্রবার দেওয়াল বেয়ে সংসদের অন্দরে ঢুকে পড়ল এক অজ্ঞাতপরিচয় যুবক। যদিও সংসদের অন্দরে ঢোকার পরই তাঁকে পাকড়াও করে নিরাপত্তারক্ষীরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই যুবককে।
এদিন সকাল সাড়ে ছ’টা নাগাদ আচমকা সংসদের(Parliament Security)অন্দরে ঢুকে পড়ে ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জানা গিয়েছে, সংসদ ভবনের পাশের একটি গাছে উঠে সেখান থেকে দেওয়াল টপকে ভিতরে ঢুকে পড়ে ওই যুবক। রেল ভবনের দিক দিয়ে সংসদের ভিতরে প্রবেশ করে সে। যদিও সংসদের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে নিরাপত্তা আধিকারিকদের নজরে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হয়। ঠিক কী উদ্দেশ্যে ওই যুবক সংসদের অন্দরে ঢুকেছিল সেটা স্পষ্ট নয়।

নতুন সংসদ ভবনে নিরাপত্তাজনিত ত্রুটির চিত্র ইতিমধ্যেই বহুবার প্রকাশ্যে এসেছে। গত বছরও অধিবেশন চলাকালীন সংসদে ‘স্মোক বম্ব’ হামলার মতো ঘটনা ঘটে। ওই দিন অধিবেশন চলাকালীন অজ্ঞাত পরিচয় দুই যুবক সংসদে ঢোকে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সংসদের ব্যালকনি থেকে লাফিয়ে নিচে নামে তাঁরা। জুতোর নিচ থেকে বের করা হয় স্মোক বম্ব। রীতিমতো আতঙ্কের আবহ তৈরি হয় সংসদের অন্দরে। এরপরই সংসদের নিরাপত্তা ব্যবস্থায় আমূল বদল আনা হয়। ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শতাব্দী প্রাচীন ‘ওয়াচ অ্যান্ড ওয়ার্ড কমিটি’র পরিবর্তে দায়িত্ব পুরোপুরি তুলে দেওয়া হয় সিআইএসএফ-এর হাতে। দিল্লি পুলিশের ১৫০ কর্মীকে সরিয়ে মোতায়েন করা হয় সিআইএসএফ জওয়ানদের। বলা হচ্ছিল, নতুন নিরাপত্তা ব্যবস্থায় নাকি মাছি গলবারও জো নেই। তাও কীভাবে ওই যুবক সংসদের অন্দরে ঢুকল, তা নিয়ে উঠছে প্রশ্ন।